kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা বিরতিহীন ট্রেন দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া পথে বিরতিহীন আন্ত নগর ট্রেন চালুর দাবি উঠেছে। একই সঙ্গে যাত্রাবিরতি দেওয়া বিভিন্ন আন্ত নগর ট্রেনের আসন বৃদ্ধি এবং চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম পথে চলাচলকারী আন্ত নগর বিজয় এক্সপ্রেস ও সিলেট-ঢাকা-সিলেট পথে চলাচলকারী আন্ত নগর কালনী এক্সপ্রেসের ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতির দাবি জানানো হয়েছে।

এসব দাবি জানিয়ে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গতকাল শনিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসব দাবিসংক্রান্ত একটি স্মারকলিপি দেওয়া হয়।

ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন সাঈদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর, নারী সংগঠক নন্দিতা গুহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা