kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

মালয়েশিয়ায় সাতক্ষীরার যুবক খুন

সাতক্ষীরা প্রতিনিধি   

১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমালয়েশিয়ায় সাতক্ষীরার যুবক খুন

মালয়েশিয়ায় সাতক্ষীরার এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম আব্দুলাহ আল মামুন (৩২)। তিনি কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের মুনছুর আলীর বড় ছেলে। গত শুক্রবার সকাল ৭টার দিকে বাসা থেকে বেরিয়ে কর্মস্থলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। কৃষ্ণনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম নিহতের বাবার বরাত দিয়ে জানান, মামুন ১০ বছর আগে শ্রমিক হিসেবে মালয়েশিয়া যান। সেখান থেকে ছুটি নিয়ে কয়েকবার বাড়িতে বেড়াতেও আসেন। সেখানে তিনি এক চীনা নাগরিকের ব্যাবসায়িক প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় মামুনের বন্ধুরা মোবাইল ফোনে তাঁর বাবাকে জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা মামুনকে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে গেছে। তবে মালয়েশিয়ার কোন স্থানে এ ঘটনা ঘটেছে সেটি জানাতে পারেনি তাঁর পরিবার। কালীগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘মামুনের পরিবার থানায় যোগাযোগ করেনি।’

মন্তব্যসাতদিনের সেরা