kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

চুরির পর চিরকুট লিখে চোরের দুঃখ প্রকাশ!

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের নান্দাইলের মুশল্লী বাজারের এক কাপড়ের দোকানে চুরি হয়েছে গত শুক্রবার। পরদিন শনিবার সকালে দোকানে প্রবেশ করে দোকান মালিক পেয়েছেন চোরের দুঃখ প্রকাশ করে লেখা চিরকুট। চিরকুটে লেখা রয়েছে, ‘রফিক ভাই, আপনার দোকান লুট করার জন্য দুঃখিত। মাফ করবেন। আমি আপনার পরিচিতদের মধ্যে একজন। অটো দিয়ে মালগুলো নিতে অনেক কষ্ট হয়েছে।’ এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জননী বস্ত্র বিতান নামের ওই দোকানের মালিক রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকানে তালা লাগিয়ে তিনি চলে যান। পরে গতকাল সকালে তিনি দোকানে এসে দেখেন সামনের সব তালা কাটা। দোকান খুললে দেখা যায়, দোকানের সব মালামাল নিয়ে গেছে চোর। এর মধ্যে ছিল থান কাপড়, থ্রিপিস, শাড়ি, লুঙ্গি ও প্রায় ১০ হাজার নগদ টাকা। একপর্যায়ে ক্যাশের ওপর রাখা ওই চিরকুটটি পান তিনি। খবর পেয়ে নান্দাইল থানার উপপরিদর্শক সুব্রত সাহা ঘটনাস্থলে যান। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

 

মন্তব্য