kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

কয়েকটি দেশে নারী শ্রমিক না পাঠানোর দাবি

খুলনা অফিস   

১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনির্যাতনের কারণে সৌদি আরব ও মালয়েশিয়াসহ কয়েকটি দেশে নারী শ্রমিক না পাঠানোর দাবি জানিয়েছে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল শনিবার সকালে এ দাবিতে খুলনার মিলন চত্বরে মানববন্ধন কর্মসূচি আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’। মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বছর সৌদি আরব থেকে ৯০০ বাংলাদেশি নারী শ্রমিক দেশে ফিরে এসেছেন। তাঁদের বেশির ভাগই সেখানে নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। ফিরে আসা শ্রমিকরা সব কিছু হারিয়ে এখন দিশেহারা। তাঁদের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে। সেই সঙ্গে সৌদি আরব ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে নারী শ্রমিক পাঠানো বন্ধ করতে হবে। খুলনা বিএমএর সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জনউদ্যোগ খুলনার সদস্যসচিব মহেন্দ্রনাথ সেন, সিপিবির মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, বাসদের সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা