kalerkantho

মঙ্গলবার । ৭ আশ্বিন ১৪২৭ । ২২ সেপ্টেম্বর ২০২০। ৪ সফর ১৪৪২

সংক্ষিপ্ত

‘সিরাজগঞ্জের ট্রেন দুর্ঘটনা নাশকতা কি না দেখা হচ্ছে’

পঞ্চগড় প্রতিনিধি   

১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে  জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, ‘২০১৪ সালে দেখেছি হরতালের নামে দেশের সম্পদ পুড়িয়ে নষ্ট করা হয়েছে। বাস ও ট্রেনে আগুন দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনাতেও আমরা সেই ধরনের আলামত পাচ্ছি।’ গতকাল বিকেলে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রেলমন্ত্রী বলেন, ‘এর আগে সিরাজগঞ্জের ওই এলাকাতে বনলতা এক্সপ্রেসে ঢিল মারলে দুজন নিহত হন। ওই স্থানেই রংপুর এক্সপ্রেসে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তাই আমরা মনে করি, এটি সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড।’

মন্তব্যসাতদিনের সেরা