kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

সংক্ষিপ্ত

‘জোরজবরদস্তিতে পেঁয়াজের দাম কমানো যাবে না’

ভোলা প্রতিনিধি   

১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, পেঁয়াজ ব্যবসায়ীদের আপন করে নিতে হবে। তাঁদের জোরজবরদস্তি করে পেঁয়াজের দাম কমানো যাবে না। গতকাল শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলা প্রশাসন ও পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ আয়োজনে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্তদের টিন, নগদ অর্থ ও চাল বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৩ জনকে নগদ ছয় হাজার টাকা ও দুই বান টিন, ৩০ জনকে এক বান্ডেল টিন ও নগদ তিন হাজার টাকা বিতরণ করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা