kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

গফরগাঁও শুভসংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার দরিদ্র পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে শুভসংঘ। গতকাল শুক্রবার দুপুরে পৌর শহরের রেলওয়ে স্টেশনসংলগ্ন রাঘাইচটি এলাকায় গফরগাঁও নিউ মডেল কিন্ডারগার্টেন স্কুলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য দেন উপজেলা শুভসংঘের সভাপতি ও ঠিকাদার আব্দুল হামিদ বাচ্চু, সাধারণ সম্পাদক ও প্রভাষক গোলাম মাহমুদ ফারুকী, শুভসংঘের সাংগঠনিক সম্পাদক ও গফরগাঁও নিউ মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক নাসির উদ্দিন মাস্টার, প্রধান শিক্ষক শাহজাহান আকন্দ, সহকারী শিক্ষক রাহেলা খাতুন, ফাতেমা খানম, রীতি আক্তার, ফাতেমা ইসলাম শিখা, শামছুজ্জামান, নাহিদ মোস্তারী, তানজিনা রহমান প্রমুখ। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা