kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণের সুযোগ বিজ্ঞান জাদুঘরে

নিজস্ব প্রতিবেদক   

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণের সুযোগ দিয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আজ শুক্র ও আগামীকাল শনিবার সূর্যাস্তের পর এক ঘণ্টা এই সুযোগ থাকবে সবার জন্য। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সূর্যাস্তের পর থেকে এক ঘণ্টা টেলিস্কোপের সাহায্যে বলয়সহ শনি গ্রহ, চারটি চাঁদসহ বৃহস্পতি গ্রহ এবং মহাকাশের নক্ষত্র ও নেবুলা দেখা যাবে। মেঘমুক্ত আকাশ হওয়ায় এসব গ্রহ দেখা যাবে। শিক্ষার্থী বা অন্য যেকোনো নাগরিক আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে গিয়ে আকাশ পর্যবেক্ষণের সুযোগ পাবে।

মন্তব্যসাতদিনের সেরা