kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত
তথ্যমন্ত্রী বললেন

ফখরুল কখন গয়েশ্বর হলেন প্রশ্ন অনেকের

নিজস্ব প্রতিবেদক   

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভবিষ্যতে নাকি আওয়ামী লীগ থেকে বিএনপিতে লোক যোগ দেবে। এ কথা শুনে অনেকে প্রশ্ন করেছেন, ফখরুল ইসলাম সাহেব কখন আবার গয়েশ্বর বাবুর মতো অপ্রাসঙ্গিক কথা বলা শুরু করেছেন? উনি তো ঠিক এভাবে বলেন না। কারণ গয়েশ্বর বাবু অনেক সময় বেফাঁস, অপ্রাসঙ্গিক কথা বলেন। ফখরুল ইসলাম সাহেব গয়েশ্বর বাবু হয়ে গেলেন কখন—এ প্রশ্ন অনেকেই আমাকে করেছে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দীন খাঁর ৪৭তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আলাউদ্দীন খাঁ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আয়োজক সংস্থার সভাপতি কামাল হোসেন মাহমুদের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হেদায়েতুল ইসলাম স্বপন, কাজী মোর্শেদ হোসেন কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আকতার হোসেন প্রমুখ বক্তব্য দেন।

 

মন্তব্যসাতদিনের সেরা