kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

ড. মোশাররফ বললেন

ভোট ছাড়া সরকার জনগণকে পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়াচ্ছে

নিজস্ব প্রতিবেদক   

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যে পেঁয়াজের দাম ২০ টাকা ছিল সেই পেঁয়াজের দাম আজ ২০০ টাকা। প্রধানমন্ত্রী বলেছেন, পেঁয়াজ দিয়ে তরকারি খাওয়ার দরকার নেই। ভোট ছাড়া যদি সরকার হয়, পেঁয়াজ ছাড়া তো বাংলাদেশের মানুষকে তারা তরকারি খাওয়াবেই।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : গণতন্ত্র ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনাসভায় ড. মোশাররফ এ কথা বলেন।

ড. মোশাররফ বলেন, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠনের হালনাগাদ প্রতিবেদনের হিসাব অনুযায়ী বাংলাদেশ পৃথিবীর মধ্যে ১৭৮তম স্থানে অবস্থান করছে। এটা লজ্জার। রাষ্ট্রীয় দুর্নীতি কী পরিমাণ বেড়েছে এটা শুধু দেশেই নয়, সারা বিশ্বে প্রমাণিত।’

ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা ড. কামাল হোসেনের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যার সঙ্গে আমার আদর্শিক বৈপরীত্য, যিনি খালেদা জিয়াকে ওন করেন না, বিএনপির রাজনীতি-জিয়াউর রহমানকে ওন করেন না, তাঁকে সামনে রেখে পথ চললে সেই পথ অতিক্রম করা সম্ভব? আমি মনে করি না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘নেত্রীকে মুক্ত করতে হলে সবাই মিলে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। তা না হলে মুক্তি হওয়ার সম্ভাবনা খুব কম।’

মন্তব্যসাতদিনের সেরা