kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

হাইকোর্টের আদেশ আপিল বিভাগে বহাল

কর্ণফুলী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক   

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। ফলে অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসন থেকে নোটিশ জারি করা হয়। এই নোটিশের বিরুদ্ধে গত ১৬ এপ্রিল চট্টগ্রামের তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে আবেদন করে কর্ণফুলী শিপ বিল্ডার্স।

মন্তব্যসাতদিনের সেরা