kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

ফতুল্লায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যক্তির বিরুদ্ধে এক বাড়িতে তল্লাশি ও বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে পাঁচ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতের এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় গতকাল বৃহস্পতিবার লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী পরিবার। অভিযোগকারী মো. হাসান বলেন, নগরের চাঁনমারিতে বৃদ্ধ মা-বাবা নিয়ে তিনি বসবাস করেন। ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। সে সময় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতিবেশী নিখিলকে সঙ্গে নিয়ে বাড়িতে ঢোকে। ওই দুই ব্যক্তির অভিযোগ, নিখিল তাদের বাড়িতে বসে মাদক সেবন করে বের হয়েছে। পরে তারা বাড়ির কক্ষ তল্লাশি করে তাঁর মা-বাবাকে ভয়ভীতি দেখিয়ে পাঁচ হাজার টাকা আদায় করে। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা