বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। গত বুধবার গভীর রাতে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান (৩৭) উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌচনী নয়াপাড়া ক্যাম্পের এইচ-ব্লকের মৃত বাকার আহমদের ছেলে এবং ডাকাত সর্দার জকির বাহিনীর সদস্য। পুলিশের দাবি, মাহমুদুল অপহরণ, ডাকাতি, অস্ত্র মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৮ রাউন্ড পিস্তলের গুলি ও তিনটি এলজি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পাহাড়ি আস্তানায় মাহমুদুলের অবস্থান করার গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল অভিযানে যায়।
মন্তব্য