kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

নূর হোসেনকে নিয়ে রাঙ্গার বক্তব্য বিচিত্র নয়

ড. কামাল বললেন

নিজস্ব প্রতিবেদক   

১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘শহীদ নূর হোসেনকে নেশাখোর বলে কটাক্ষ করে মসিউর রহমান রাঙ্গা অশোভন বক্তব্য দিয়েছেন। স্বৈরাচারী এরশাদের অনুসারী, ভোটারবিহীন নির্বাচনের বর্তমান অবৈধ সংসদ সদস্য রাঙ্গার কাছে শহীদ নূর হোসেনের ব্যাপারে এ ধরনের বক্তব্য বিচিত্র কোনো ব্যাপার নয়।’ গতকাল বুধবার সন্ধ্যায় গণফোরামের দপ্তর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে ড. কামাল এ কথা বলেন। তিনি বলেন, ‘জনগণই ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে এ ধরনের স্বৈরাচারী আচরণ ও কর্মকাণ্ডের জবাব দেবে।’ রাজধানীর বনানীতে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান কার্যালয়ে গত রবিবার ‘গণতন্ত্র দিবস’-এর আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মন্তব্যসাতদিনের সেরা