kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

হোটেল বয় থেকে বিশাল বিত্তের মালিক

যুবলীগ নেতা জাকিরের ৫ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান

নিজস্ব প্রতিবেদক   

১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকসময়কার হোটেল বয় পরে যুবলীগ নেতা জাকির হোসেনের সাড়ে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অন্যতম ঘনিষ্ঠ এই সহযোগীর বিরুদ্ধে গতকাল বুধবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, অনুসন্ধানের সময় বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে পাওয়া তথ্য মতে, দেশের বিভিন্ন ব্যাংকে চলতি, সঞ্চয়ী ও এফডিআর হিসাবে জাকিরের চার কোটি ৬৪ লাখ আট হাজার টাকা জমা আছে। ২০১৮-১৯ করবর্ষে তিনি তাঁর আয়কর নথিতে ৮৪ লাখ ৯৫ হাজার টাকার সম্পদের তথ্য দিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা