kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

বাজিতপুরে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল   

১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদীর্ঘ ২৮ বছর পর কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বাজিতপুর সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য (এমপি) মো. আফজাল হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন।

সম্মেলনের প্রথম পর্বে ছিল আলোচনাসভা। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। এ সময় বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা এম এ আফজল, শেখ নূরুন্নবী বাদল, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা