kalerkantho

মঙ্গলবার । ৭ আশ্বিন ১৪২৭ । ২২ সেপ্টেম্বর ২০২০। ৪ সফর ১৪৪২

রাম মাধব বললেন

মুজিববর্ষ উদ্যাপনে ভারত অংশ নিতে চায়

নিজস্ব প্রতিবেদক   

১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে ভারত অংশ নিতে চায়। গতকাল সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন রাম মাধব।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে ভারতের ক্ষমতাসীন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, ‘আমাদের আলোচনায় দুই দেশ, দুই পার্টি এবং উভয় দেশের সরকার নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনা অত্যন্ত সুদূরপ্রসারী এবং ফলপ্রসূ।’

২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন প্রসঙ্গে রাম মাধব বলেন, ‘মুজিববর্ষ নিয়েও আমরা অত্যন্ত আগ্রহী। আমরা চাই দুই দেশের জনগণের কাছে এটি সম্পূর্ণভাবে পৌঁছে যাক। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের ফোনে আলাপ হয়েছে। মুজিববর্ষ উদ্যাপনের সময় ভারত একটি টিমও পাঠাবে।’

মন্তব্যসাতদিনের সেরা