kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

চুয়েটে চতুর্থ সমাবর্তন ও সুবর্ণ জয়ন্তী ৫ ও ৬ ডিসেম্বর

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চতুর্থ সমাবর্তন ও সুবর্ণ জয়ন্তী যথাক্রমে আগামী ৫ এবং ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্সকক্ষে সব উপকমিটির সভাপতিদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চতুর্থ সমাবর্তন ও সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটি ২০১৯-এর স্টিয়ারিং কমিটির সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সভাপতিত্ব করেন। সমাবর্তনে রাষ্ট্রপতি এবং চুয়েটের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী,  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

মন্তব্যসাতদিনের সেরা