kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

কেন্দুয়ায় জাফর ইকবাল

দেশে ছেলে-মেয়েরা এখন সমানতালে লেখাপড়া করছে

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি   

১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলেখক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, কেবল সেই দেশই নিজের পায়ে দাঁড়াতে পারে, যে দেশের ছেলে আর মেয়েরা সমানতালে লেখাপড়া করে। বাংলাদেশেও তা শুরু হয়েছে।

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার কেন্দুয়ায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোয়াইলবাড়ী ইউনিয়নের কুতুবপুরে হুয়ায়ূন আহমেদের প্রতিষ্ঠিত স্কুল ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে জাফর ইকবাল বলেন, ‘মস্তিষ্কের চেয়ে শক্তিশালী কিছু পৃথিবীতে নেই। সেই মস্তিষ্ক কতটুকু কাজ করতে পারে, তার কোনো সীমা নাই। তোমরা যত বেশি সেটা ব্যবহার করবে, তত বেশি সেটা শক্তিশালী হবে।’

 

মন্তব্যসাতদিনের সেরা