kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

কুবিতে আইসিটি শিক্ষার্থীদের আন্দোলন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশ্রেণিকক্ষ হস্তান্তর, আধুনিক গবেষণাগার এবং মন্ত্রণালয় থেকে প্রাপ্ত গবেষণাগারের সুষম বণ্টনসহ পাঁচ দাবিতে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আশ্বাসে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত তাঁরা আন্দোলন স্থগিত করেন। শিক্ষার্থীরা জানান, গত ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আইসিটি বিভাগকে একাডেমিক ভবন-৪-এ শ্রেণিকক্ষ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সময়সীমা পার হলেও শ্রেণিকক্ষ হস্তান্তর করা হয়নি। রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘ঠিকাদাররা ঠিক সময়ে কাজ শেষ না করায় এ সমস্যা হয়েছে।’

মন্তব্য