kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

দিনাজপুরে দুজনকে জিজ্ঞাসাবাদ দুদকের

দিনাজপুর প্রতিনিধি   

১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে দিনাজপুরে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর অংশ হিসেবে গতকাল সোমবার দুদকের দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল দিনাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আখতারুজ্জামান জামান ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলালকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে গত ৬ নভেম্বর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজবকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এ ছাড়া শিগগিরই ছয় পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞসাবাদ করা হবে বলে জানিয়েছে দুদক।

মন্তব্য