বিশিষ্ট সমাজসেবক, শিক্ষক, কৃতী প্রকৌশলী ও বাংলাদেশে প্রথম মরণোত্তর চক্ষুদানকারী এ আর এম ইনামুল হকের ৪২তম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার। মৃত্যুর তিন বছর আগে তিনি উইল করে তাঁর চোখ দান করে যান। তাঁর একটি কর্নিয়া সাপ্তাহিক ২০০০-এর সম্পাদক শাহাদত চৌধুরীর চোখে এবং অন্যটি রমজান আলী নামের একজনের চোখে সংযোজন করা হয়।
ইনামুল হক ১৯২১ সালের ১ অক্টোবর পশ্চিম বাংলার হাওড়া জেলার উলুবেড়িয়া রাজখোলা পাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৪৬ সালে যন্ত্রকৌশলে প্রকৌশল ডিগ্রি লাভের পর তিনি তৎকালীন আহসানুল্লাহ প্রকৌশল কলেজে শিক্ষকতায় যোগ দেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ প্রতিষ্ঠাকালেও অগ্রণী ভূমিকা রাখেন। তিনি ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন এবং ধানমণ্ডি ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাসহ চারটি ভাষায় তাঁর ছিল সমান পারদর্শিতা। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য