কেরানীগঞ্জে কলি আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় কলির স্বামী ইব্রাহীম খলিলকে (২৫) আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার দুপুরে পুলিশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগ থেকে কলি আক্তারের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালটির মর্গে পাঠায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক শ্রিবাস গাইন বলেন, ‘লোকমুখে সংবাদ পেয়ে মিটফোর্ড হাসপাতালে গিয়ে কলি আক্তারের মরদেহ উদ্ধার করি। মরদেহের পিঠে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে কলির স্বামীকে আটক করা হয়েছে। নিহতের চাচাতো ভাই মো. নজরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।’
মন্তব্য