দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইভ ওয়ার্কশপের মাধ্যমে মানুষের হৃৎপিণ্ডে রিং (স্টেন্ট) সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। এই ওয়ার্কশপে হাসপাতালটির ক্যাথল্যাবে পাঁচটি সিটিও, দুটি ক্যালসিফায়েড ও দুটি সিম্পল রিশনসহ মোট ৯ রোগীর হাতের রক্তনালির মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ডিসটাল রেডিয়াল ও আলনার রুট ব্যবহার করে হৃৎপিণ্ডের ধমনিতে স্বল্পমূল্যে রিং প্রতিস্থাপন করা হয়। একই সঙ্গে দুজন সরু হার্ট ভালভ (মাইট্রাল স্টেনোসিস) রোগীর পিটিএমসি প্রসিডিউরের মাধ্যমে সফলভাবে চিকিৎসা করা হয়। লাইভ ওয়ার্কশপের মাধ্যমে একসঙ্গে এত রোগীর ট্রান্সরেডিয়াল রুটে স্টেন্টের সফল প্রতিস্থাপন বাংলাদেশে এটাই প্রথম।
মন্তব্য