ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ট্রেন ও যাত্রীদের সম্ভাব্য ক্ষতি রোধে গতকাল শনিবার রেলওয়ের পূর্বাঞ্চলের প্রায় দেড় শ ট্রেন পরিচালনা করা হয়েছে ধীরগতিতে। রেলের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। গতকাল রেল ভবনে নির্ধারিত বৈঠকও বাতিল করা হয়েছে, যেখানে চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে রেল কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা ছিল। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, যেসব ট্রেন ঘণ্টায় ৬০ বা ৭২ কিলোমিটার গতিবেগে চলাচল করত, সেগুলো ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে চলাচল করেছে। বুলবুল প্রবল হওয়ার পরিপ্রেক্ষিতে পূর্ব রেলের মহাব্যবস্থাপকের দপ্তর থেকে সংশ্লিষ্ট রেল কর্মকর্তাদের কাছে গত শুক্রবার রাতেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা জারি হয়।
মন্তব্য