kalerkantho

বুধবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৭। ২ ডিসেম্বর ২০২০। ১৬ রবিউস সানি ১৪৪২

‘কিছু লোক বর্জন করলেও কংগ্রেস শতভাগ সফল’

যশোর অফিস   

১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রয়াত সভাপতি অমল সেনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নতুন কমিটি। দশম কংগ্রেসের পর গতকাল শনিবার সকালে যশোরের বাঘারপাড়ার বাকড়িতে তাঁর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতারা। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এ সময় বলেন, কিছু লোক বর্জন করলেও কংগ্রেস শতভাগ সফল হয়েছে। দশম কংগ্রেস নিয়ে পার্টির মধ্যে কোনো বিভাজন হয়নি। যাঁরা কংগ্রেস বর্জন করেছিলেন তাঁদের অনেকেই ফিরে আসার জন্য যোগাযোগ শুরু করেছেন। তাঁদের জন্য পার্টির দ্বার উন্মুক্ত রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা