kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

রংপুরে ঘুমের ইনজেকশনে শিশুর মৃত্যু!

রংপুর অফিস   

১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাত্রাতিরিক্ত ঘুমের ইনজেকশন প্রয়োগ করায় তারা আক্তার নামে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে শিশুটির স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতাল চত্বরে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা অভিযুক্ত চিকিৎসকের বিচার দাবি করলেও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শিশুটির স্বাভাবিক মৃত্যু হয়েছে। এতে চিকিৎসকের কোনো অবহেলা ও চিকিৎসাব্যবস্থায় ত্রুটির ঘটনা ঘটেনি। শিশুটির বাবা শরিফুল ইসলাম জানান, শিশু তারাকে গত বৃহস্পতিবার রাতে অসুস্থ অবস্থায় রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শুক্রবার রাতে চিকিৎসক উম্মে কুলসুম শিশু তারাকে ঘুমের একটি ইনজেকশন দেন। পরে শিশুটি মারা যায়।

মন্তব্যসাতদিনের সেরা