kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

ইসলামী শ্রমিক আন্দোলনের নবীন সদস্যদের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক   

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তরের আয়োজনে নবাগত সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর ভাটারা থানার সাঈদ নগরে আস সাঈদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন। তিনি বলেছেন, দেশে বিয়ার কেনাবেচা ও পান বৈধ করা হলে আগামী প্রজন্ম মাদকাসক্ত জাতিতে পরিণত হবে। এমন সিদ্ধান্ত নিলে তা হবে দেশ ও জাতির জন্য চরম আত্মঘাতী। ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর সহসভাপতি আলহাজ মো. আনোয়ার হোসেন প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা