kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

মান্না বললেন

এই সরকার লুটেরাদের সরকার

নিজস্ব প্রতিবেদক   

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। পেঁয়াজের দাম এখন এক হালি ৩০ টাকা। দেশে এত উন্নতি হচ্ছে যে পেঁয়াজেরও উন্নতি হয়েছে। জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে এই সরকার। এরা জনগণের সরকার নয়, এটা লুটেরাদের সরকার।’

গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংসদ বাতিল, সরকারের পদত্যাগ এবং অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে নাগরিক ঐক্য আয়োজিত সমাবেশে মান্না এ কথা বলেন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুর রহমান, মমিনুল ইসলাম প্রমুখ।

মন্তব্য