kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

নাম ঘোষণা ছাড়াই মধ্যনগর থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

হাওরাঞ্চল প্রতিনিধি   

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদীর্ঘ ২৮ বছর পর সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের নিয়ম রক্ষার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মধ্যনগর শহীদ মিনার প্রাঙ্গণে মধ্যনগর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন মঞ্চের পেছনে আওয়ামী লীগের দুটি গ্রুপের মাঝে ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে।

জানা যায়, সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিন নূরী ও ওই কমিটির সদস্য কুতুব উদ্দিন তালুকদার, রুহুল আমিন খানসহ অন্য নেতাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। সোমবার দুপুরে দুটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মেলন প্রস্তুত কমিটির একাংশের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে ছয় দফা দাবি তুলে ধরেন। শুক্রবার দুপুরে মঞ্চে আসেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনসহ জেলার অন্য নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সহসভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। সম্মেলনে থানা আওয়ামী লীগ বা সম্মেলন প্রস্তুতি কমিটির কোনো সদস্যকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। কমিটি ঘোষণার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের নিজেদের মধ্যে সমন্বয় করে একক নাম পাঁচ মিনিটের মধ্যে দিতে বলা হলে প্রার্থীরা বিষয়টি বিবেচনার জন্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ফলে কমিটি ঘোষণা ছাড়াই জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সম্মেলন মঞ্চ ত্যাগ করেন।

মন্তব্য