kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

চবি ‘ডি’ ইউনিটে পাসের হার ৩৪ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্থগিতকৃত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ৩৪ শতাংশ শিক্ষার্থী। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এদিকে ২০১৮ সালে আবেদনের যোগ্য হয়েও ২০১৯ সালে উচ্চ মাধ্যমিকে মানোন্নয়ন পরীক্ষা দিয়ে চবি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ‘ডি’ ইউনিট থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে পরীক্ষায় কারিগরি ত্রুটির কারণে এই ইউনিটের একাংশের পুনঃপরীক্ষা গত বুধবার অনুষ্ঠিত হয়। জানা গেছে, চবির ‘ডি’ ইউনিটের ফলাফলে ২০১৮ সালে আবেদনের যোগ্যরা এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী হিসেবে বাদ পড়েছেন। তাঁদের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অ্যাবসেন্ট অথবা ক্যানসেল দেখাচ্ছে। এ ছাড়া অন্যান্য ইউনিটে প্রকাশিত ফলাফলে তাঁদের (২০১৮ সালে ভর্তি পরীক্ষার যোগ্য) ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রশাসন হিমশিম খাচ্ছে।

মন্তব্য