kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

মওদুদ বললেন

সরকারের পতন সময়ের ব্যাপার

নিজস্ব প্রতিবেদক   

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘এই সরকারের পতন—এটা সময়ের ব্যাপার। যেকোনো ছোট ঘটনা থেকে বড় বড় ঘটনা ঘটে যখন সরকারের পক্ষে আর সেগুলো সামাল দেওয়া সম্ভবপর হয় না। যেমন দুর্নীতি—এই দুর্নীতি সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভবপর হবে না। দু-চারজন বা কয়েকজনকে সাজা দিলে দুর্নীতি থেকে মুক্ত হতে পারবে না। দেশের মানুষ আন্দোলন করবে এবং তাদের পতন আনবে। এই সরকার তাদের দুর্বলতা, ব্যর্থতার কারণে তাদের পতন টেনে আনবে। আমরা আন্দোলনের মাধ্যমে সেটাকে সফলের চেষ্টা করব।’

গতকাল জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে স্বাধীনতা ফোরামের উদ্যোগে ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে আয়োজিত আলোচনাসভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।

মন্তব্য