kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

ধর্ষণের শিকার মাদরাসা ছাত্রীর সন্তান প্রসব

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি   

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহীর দুর্গাপুরে ধর্ষণের শিকার এক মাদরাসা শিক্ষার্থী (১৪) সন্তান প্রসব করেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলায় নিজ বাড়িতে সে সন্তান প্রসব করে। খবর পেয়ে ওই দিন রাত ৮টার দিকে দুর্গাপুর থানার ওসি খুরশীদা বানু কণা ওই কিশোরী ও তার সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে গতকাল শুক্রবার তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। এদিকে মেয়েটির সন্তান প্রসবের খবর পাওয়ার পর থেকে ধর্ষণে অভিযুক্ত কিশোর পলাতক। তার বাড়ি উপজেলার কিশোরপুর গ্রামে। সে একটি দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কিশোরীটি জানায়, সে ও অভিযুক্ত কিশোর একই শ্রেণিতে পড়ে। এ সুবাদে প্রায় ৯ মাস আগে সে ওই সহপাঠীর বাড়িতে গাইড বই আনতে যায়। এ সময় বাড়ি ফাঁকা পেয়ে তাকে ধর্ষণ করে সহপাঠী। লোকলজ্জার ভয়ে কিশোরী ঘটনাটি কাউকে না জানিয়ে বাড়ি চলে আসে।

মন্তব্যসাতদিনের সেরা