kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

শ্রমিক আন্দোলন এখন এনজিওর হাতে : মেনন

নিজস্ব প্রতিবেদক   

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, শ্রমিক আন্দোলন এখন আর শ্রমিকদের হাতে নেই, চলে গেছে এনজিওর হাতে। এখন শ্রমিক আন্দোলন, শ্রমিক সমাবেশ দেখিয়ে টাকা পাওয়া যায়। অথচ শ্রমিক নেতা আবুল বাশার শ্রমিক আন্দোলন করে গেছেন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য, শ্রমজীবী মানুষের মুক্তির জন্য। বাশার ছিলেন এ ধরনের আন্দোলনের পুরোধা।

গতকাল শুক্রবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিশিষ্ট শ্রমিক নেতা কমরেড আবুল বাশারের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন রাশেদ খান মেনন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কমিটি সভাপতি আবুল হোসাইন।

সভায় বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুস সালাম খান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য শরীফ শামশির, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক কিশোর রায়, মহানগর সদস্য জাহাঙ্গীর আলম ফজলু প্রমুখ।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, আবুল বাশার শুধু শ্রমিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ’৭১-এ রণাঙ্গনে তিনি যুুদ্ধ করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা