kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

ওয়েবসাইটে জটিলতা

তোপের মুখে আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক   

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকারিগরি জটিলতায় আবহাওয়া অধিদপ্তর তাদের ওয়েবসাইটে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর হালনাগাদ তথ্য জানতে পারছিল না। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১১ ঘণ্টার বেশি সময়ের তথ্য হালনাগাদ করতে পারেনি অধিদপ্তর। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়।

গতকাল অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছিল। বাড়ানো হয়েছিল সতর্ক সংকেত। জনমনে বাড়ছিল উদ্বেগ। তবে আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইটে জরুরি সময়ে সর্বশেষ তথ্য দেখাতে পারছিল না। বিকেল পর্যন্ত ওয়েবসাইটের টিকারে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের কথা দেখাতে বলা হচ্ছিল। বুলেটিন দেখতে ক্লিক করলে দেখানো হচ্ছিল আগের রাতের পুরনো বুলেটিন। আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজেও দুপুর পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছিল আগের বিজ্ঞপ্তি।

গত বৃহস্পতিবার রাতে আবহাওয়ার ১৩ নম্বর বিশেষ বুলেটিনে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল। সেই বুলেটিন অধিদপ্তরের ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুক পেজেও প্রকাশ করা হয়। তবে এ নিয়ে জটিলতা কোথায় তা স্পষ্ট করতে পারেনি আবহাওয়া অধিদপ্তর ও বিটিসিএল।

মন্তব্যসাতদিনের সেরা