kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১৫ দিনের অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আগামী রবিবার সারা দেশে ১৪৪১ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী অনুষ্ঠানমালা।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এসব অনুষ্ঠান শুরু হবে। ধর্মসচিব মো. আনিছুর রহমান প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করবেন। পরে বাদ এশা ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান ও ঢাকার মদীনাতুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাক আল আযহারী।

মন্তব্যসাতদিনের সেরা