kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

সাবেক এমপি ফরিদকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক   

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজার-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টচার্য্য। জানা গেছে, ২০০৭ সালে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে এমপি ফরিদের নামে এবং তাঁর স্ত্রী ও ছেলে-মেয়েদের নামে নির্দিষ্ট আয়ের সঙ্গে অসংগতি পাওয়া যায়। অভিযোগের সত্যতা যাচাইয়ে আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ ও তাঁর স্ত্রী নুর আকতার জাহানকে তলব করে দুদক। তবে আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ হাজির হলেও তাঁর স্ত্রী দুদকে হাজির হননি।

মন্তব্য