kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

নোনা পানিতে উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়েছে

খুলনায় শহীদ করুণাময়ী স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক, খুলনা   

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনোনা পানিতে চিংড়ি চাষবিরোধী আন্দোলনে শহীদ করুণাময়ী সরদারের ২৯তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় আলোচকরা বলেছেন, নোনা পানিতে চিংড়ি চাষের ফলে এলাকার উৎপাদন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। করুণাময়ীর আত্মত্যাগে উজ্জীবিত মানুষরা ২২ নম্বর পোল্ডার এলাকায় নোনা পানির চিংড়ি চাষ করে না। ফলে এখানে ফসলের বৈচিত্র্য আছে, ধানসহ অন্যান্য ফসল উৎপাদিত হয়। এ বছর মানুষ ৩৫ কোটি টাকার তরমুজ বিক্রি করেছে। ঘরে ঘরে এখন হাঁস-মুরগির খামার। কিন্তু পাশের ২১ ও ২৩ নম্বর পোল্ডার এলাকাসহ গোটা দড়্গিণ-পশ্চিম উপকূলের যেসব জায়গায় নোনা পানির চিংড়ি চাষ হয়, সেখানে অন্যান্য কোনো ফসল উৎপাদিত হয় না। খাবার পানির তীব্র সংকট।

মন্তব্যসাতদিনের সেরা