kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ

দেশে প্রাপ্তবয়স্কদের মানসিক রোগী ১৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক   

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে ১৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এবং ১৩ শতাংশ শিশু কোনো না কোনোভাবে মানসিক রোগে আক্রান্ত। জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯-এ এই চিত্র পাওয়া গেছে। এর আগে সর্বশেষ ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত একই ধরনের জরিপে জানা গিয়েছিল, দেশে ১৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগে আক্রান্ত ছিল।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নতুন জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯ এর ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি ছিলেন।

এতে আরো বক্তব্য দেন স্বাস্থ্যসচিব (সেবা) আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিশ্বস্বাস্থ্য সংস্থার বাংলাদেশের প্রতিনিধি ড. বর্ধন জং রানাসহ অন্যরা। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারকে দৈহিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা