kalerkantho

বুধবার । ২৫ চৈত্র ১৪২৬। ৮ এপ্রিল ২০২০। ১৩ শাবান ১৪৪১

শোক

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমিয়া মোহাম্মদ জাহাঙ্গীর

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর মহাখালী ডিওএইচএস মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

শাহ আলম

চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের (চসহই) সাবেক নেতা ও প্রবীণ সংগঠক শাহ আলম (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার রাতে তিনি নোয়াখালী জেলার সেনবাগ থানার মইশাই এলাকার নিজ বাড়িতে মারা যান। তিনি স্ত্রী, এক মেয়ে, পাঁচ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চসহইয়ের সভাপতি নুর রহমান, সম্পাদক হেফাজতের রহমান ভূইয়া, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইউসুফ আলী প্রমুখ শোক প্রকাশ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্যসাতদিনের সেরা