kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

রানীশংকৈলে কোচিং সেন্টারের পরিচালককে জেল

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি   

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে র‌্যাডিক্স কোচিং সেন্টারের পরিচালককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আফরিদা গত বুধবার বিকেলে তাঁকে এ দণ্ড দেন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোকসেদুর রহমান, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মদ সরকার, এএসআই মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সারা দেশে জেএসসি, জেডিসি পরীক্ষা চলছে। তাই গত ২৫ অক্টোবর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সব ধরনের প্রাইভেট ও কোচিং বন্ধ রাখার নির্েদশ দিয়েছে সরকার।

মন্তব্যসাতদিনের সেরা