kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

প্রকৃত সাংবাদিকের কোনো বন্ধু থাকে না : পূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকজন প্রকৃত সাংবাদিকের কোনো বন্ধু থাকে না বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘সাংবাদিকদের বৈচিত্র্যময় জীবনে আনন্দের চেয়ে বেদনার মুহূর্ত বেশি। তাঁদের অনবদ্য সৃষ্টি অনেক সময় অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় এবং ভবিষ্যতে চলার পথ দেখায়।’

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রূপসী বাংলা জাতীয় ফটো প্রদর্শনী ও পুরস্কার বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এবার ‘রূপসী বাংলা’ পুরস্কার জিতেছেন আট সাংবাদিক। পুরস্কার বিজয়ীরা হলেন—নিউ এজের আব্দুল্লাহ অপু, ফ্রিল্যান্সার জাকির হোসেন চৌধুরী, বণিক বার্তার শেখ সোহেল আহমেদ, বিডিনিউজের আসিফ মাহমুদ অভি, আমাদের সময়ের আলামিন লিয়ন, ফিন্যানশিয়াল এক্সেপ্রেসের শফিকুল আলম, সমকালের সাজ্জাদ মাহমুদ নয়ন।

মন্তব্য