kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

সম্প্রীতি বাংলাদেশের সেমিনার

‘আগস্ট-নভেম্বরের কলঙ্ক জাতি আজও মুছতে পারেনি’

নিজস্ব প্রতিবেদক   

৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ৩ ও ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্ক রচিত হয়েছে তার ভয়ংকর পরিণতির কবল থেকে রাষ্ট্র ও রাজনীতি আজও মুক্ত হতে পারেনি। ‘সম্প্রীতি বাংলাদেশ’-এর এক সেমিনারে বক্তারা এমন অভিমত জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে এ সেমিনার হয়।

‘নভেম্বর ১৯৭৫ : ষড়যন্ত্র, রক্তাক্ত বাংলাদেশ ও প্রতিক্রিয়াশীলতা’ শীর্ষক এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু।

‘সম্প্রীতি বাংলাদেশ’ এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। আলোচনা করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সাবেক সংসদ সদস্য মাহজাবিন খালেদ, রাশেক রহমান প্রমুখ। আলোচনায় আরো অংশ নেন ১৯৭৭ সালে কারাদণ্ডপ্রাপ্ত কর্পোরাল নুরুল ইসলাম।

মন্তব্যসাতদিনের সেরা