kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্য

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদককে দুদকে তলব

কালের কণ্ঠ ডেস্ক   

৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদককে দুদকে তলব

‘জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের’ অভিযোগে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক তৌফিক ইমরোজকে আগামী ১১ নভেম্বর দুদক কার্যালয়ে তলব করেছে।  গতকাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে পাঠানো দুদকের এক চিঠিতে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদীর নিজের এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হিসাবে ‘বিপুল পরিমাণ টাকা স্থানান্তরের মাধ্যমে অবস্থান গোপন’ এবং বিভিন্ন ‘অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ’ অর্জনের অভিযোগে তাঁর বক্তব্য জানা প্রয়োজন।

মন্তব্যসাতদিনের সেরা