kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

ঢাকা মহানগর আ. লীগের সম্মেলন ৩০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক   

৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের একটি সূত্র কালের কণ্ঠকে এমনটা জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান বলেন, ‘আগামী ৩০ নভেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের কথা আমাদের জানানো হয়েছে।’ একই ধরনের কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদও। আওয়ামী লীগের দপ্তরের একটি সূত্র জানায়, গতকাল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলটির দপ্তর সম্পাদকের মাধ্যমে ঢাকা মহানগরের দুই গুরুত্বপূর্ণ শাখার সম্মেলনের নির্দেশনা পাঠান। রাতেই এ নির্দেশনা মহানগরের দায়িত্বশীল নেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মন্তব্যসাতদিনের সেরা