kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

গফরগাঁওয়ে মাদরাসা শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গফরগাঁওয়ে বলাৎকারে রাজি না হওয়ায় শাখাওয়াত হোসেন সা’দ (৮) নামের এক মাদরাসা শিক্ষার্থীকে চোখ-মুখ বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকেলে উপজেলার পাগলা থানার বারইহাটি পশ্চিমপাড়া হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় পাগলা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, উপজেলার বারইহাটি গ্রামের আসাদুজ্জামানের ছেলে শাখাওয়াত হোসেন সা’দ গত জুলাইয়ে পশ্চিমপাড়া হাফিজিয়া মাদরাসায় ভর্তি হয়।

মন্তব্যসাতদিনের সেরা