kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১৭ দফা দাবিতে ছাত্র বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি   

৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১৭ দফা দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে নানা স্লোগান দেন। শিক্ষার্থীরা এ সময় ১৭ দফা দাবিসংবলিত লিখিত বক্তব্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরেন। এর মধ্যে বঙ্গবন্ধুর ম্যুরাল, শহীদ মিনার এবং প্রধান ফটকের নির্মাণকাজ দ্রুত শুরু করা, আবাসিক হলে প্রতি সিটের ভাড়া ১৫০ টাকা এবং গণরুমের ভাড়া ২৫ টাকা করা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি সর্বোচ্চ ১২ হাজার টাকা নির্ধারণ করা, সেমিস্টার ফি দুই হাজার টাকা এবং উন্নয়ন ফি বাদ দেওয়া।

মন্তব্যসাতদিনের সেরা