kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নোবিপ্রবি প্রতিনিধি   

৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ভর্তি কমিটির চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

এ বছরের পরীক্ষায় মোট আবেদনের সংখ্যা ছিল ৬৮ হাজার ৭৬০টি; যার মধ্যে গড় উপস্থিতি ৮২.৪৬ শতাংশ এবং গড় পাসের হার ৬১.৮৫ শতাংশ। পাসের হার এ ইউনিটে ৭১.২৩ শতাংশ, বি ইউনিটে ৭৩.৫৯ শতাংশ, সি ইউনিটে ৬২.৭৫ শতাংশ, ডি ইউনিটে ৪৯.৪৬ শতাংশ, ই ইউনিটে ৪৪.৮৯ শতাংশ এবং এফ ইউনিটে ২৭.৮৫ শতাংশ।

মন্তব্যসাতদিনের সেরা