kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

পুষ্টি সমিতির অভিযোগ

অনেক চিকিৎসক মাতৃদুগ্ধ আইন মানেন না

নিজস্ব প্রতিবেদক   

৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅনেক চিকিৎসক জেনেশুনেও মাতৃদুগ্ধবিষয়ক আইন মানেন না। তাঁরা নবজাতককে বুকের দুধের পরিবর্তে কৌটার দুধ খাওয়ানোর পরামর্শ দেন। আবার সুবিধা পেতে অনেক চিকিৎসক বিধি ভেঙে বিভিন্ন অনুষ্ঠান কিংবা প্রচারণায় অংশগ্রহণ করেন। এঁদের বিরুদ্ধে এবার প্রশাসনের সহায়তায় বিশেষ অভিযান চালানো হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ পুষ্টি সমিতির অবহিতকরণ সভায় এসব অভিযোগ তুলে ধরা হয়। জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউটে (আইপিএইচএন) অনুষ্ঠিত এ সভায় সমিতির সভাপতি অধ্যাপক ড. এস কে রায়, আইপিএইচএন পরিচালক ডা. মো. খলিলুর রহমান ও পুষ্টি সমিতির সহযোগী সাধারণ সম্পাদক খুরশিদ জাহানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা