kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্সে পাসের হার ৭৬.০৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৭৬.০৫ শতাংশ। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানান।

ফয়জু করিম জানান, ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) পরীক্ষায় ৩০টি বিষয়ে ১৫৭টি কলেজ থেকে এক লাখ ৩৮ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে এক লাখ পাঁচ হাজার ৪৫৫ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। পাসের হার ৭৬.০৫ শতাংশ।

ফয়জু করিম জানান, পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাবে। এ ছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে NU<space>MF <space> Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিয়ে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

মন্তব্যসাতদিনের সেরা